
প্রকাশিত: Wed, Dec 13, 2023 11:52 PM আপডেট: Wed, Jul 2, 2025 9:54 AM
[১]আসন সমঝোতার অনিশ্চয়তা, নির্বাচনে থাকা নিয়ে সন্দিহান মানতে নারাজ জাপা
মনিরুল ইসলাম: [২] আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় আসন সমঝোতা অনিশ্চিত, নির্বাচনে জাপা থাকবে কি না এ নিয়ে আওয়ামী শীর্ষ নেতৃত্বের সন্দিহান- এই দুই বিষয় নিয়ে তুমুল আলোচনা রাজনৈতিক অঙ্গনে।
[৩] এই আলোচনা পোক্ত হয় ২টি ঘটনার মধ্য দিয়ে।
[৩.১] একটি হচ্ছে, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপার নেতৃত্বকে নিয়ে সন্দেহের কথা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না। জাতীয় পার্টি আগামী নির্বাচনে কী করবে, এর কোনো নিশ্চয়তা নেই।
[৩.২] দ্বিতীয়টি হচ্ছে, মঙ্গলবার বিকেলে ওবায়দুল কাদেরের বক্তব্য। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক কর্মসূচিতে জাতীয় পার্টির ভোটে না থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলের অনেকেরই আশঙ্কা আছে; দেশের জনগণের মাঝেও এটা নিয়ে একটা শঙ্কা আছে।
[৩.৩] প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পরপরই জাপার বিষয় নিয়ে অনিশ্চয়তা দানা বাঁধে। যদিও এটা মানতে রাজি নয় জাতীয় পার্টির নেতারা।
[৪] জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেই আমরা নির্বাচনে এসেছি। আমরা নির্বাচনী লড়াই চাই। আসন সমঝোতা অনিশ্চিত বা নির্বাচন থেকে সরে যাবে জাতীয় পার্টি- এসব যারা বলছেন, এসবই তাদেরই বিষয়। আমরা নির্বাচনে আছি। আমাদের একমাত্র চাওয়া নির্বাচনী পরিবেশ। ভোটাররা যাতে নির্বাচন কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
[৫] বুধবার দুপুরে মুঠোফোনে আলাপকালে মুজিবুল হক চুন্নু বলেন, আমার বিরুদ্ধে আদালত অবমাননা আবেদন কে বা কারা করেছে আমার জানা নাই। এবিষয়ে কথা বলতে চাই না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
